gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বল নিজির কোটে পড়লি ইস্টার চু!
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৯:২১:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-03-28_66058b0d2ee28.jpg

পিরায় বহুত মারালো লোকের বক্তিমা শুনি। কতায় কতায় অমুক দেশ তমুক দেশ ঘুরার ইতিহাস টাইনে আইনে বয়ান দেয়। কতা শুনলি মনে হয় দেশ ঘুরাও ডিগ্রির মতো। যে যত দেশ ঘুইরেচে বক্তিমায় সিডা লোকের সুমকি গাবাতি পাল্লি যেন পাওয়োর বাইড়ে যায় ইরাম এট্টা ভাব। তারপর সেই দেশে যাইয়ে কি কইরেচে, আইন কানুন কিরাম কড়া, গাড়ি ঘুড়া জোরে চালালি কি হয়, কম্পুটারে কিডা কনতে দেকে, গাড়ি বাড়ি যাওয়ার আগে মামলার চুতা কিরাম কইরে বাড়ি চইলে যায়, ইডা সিডা আরো কত কি!
এই সব দেশে পেলেনতে উল্লিই কিরাম কইরে লাইন ধইরে হাটতি হয়, শহরডা কিরাম ঝকঝকে তকতকে, ছ্যাপ ফেলা কিম্বা পানের পিচকিনি কনে ফেলতি হয় সেই সব কতি গব্বে তাইগের প্যাট ফুইলে ওটে। কিন্তুক আমাগের দেশে সেই সবের কোন বালাই নেই। এই সব তো গেলো বক্তিমায়। আরো এক স্যায়না গুরুপ আছে তারা মাইতে থাকে ফেসবুকি। তাইগের কাজ হচ্চে বিভিন্ন দেশের সাতে আমাগের দেশের তুলনা করা। স্যানকের সুযোগ সুবিদের সাতে আমাগের হ্যানকের সুযোগ সুবিদের চুলছিড়া বিশ্লেষন করে। সেই দেশের সরকার পোধানের সাতে আমাগের দেশের সরকার পোধানের আগা মাতা বাচ বিচার করে।
কিন্তুক কোনদিন তাইগের মুকি শুনলাম না সেই দেশের লোকজনের সাতে নিজিরে তুলনা কত্তি। ঐ সব দেশের লোক শুনিচি বেতনের আদ্দেকের বেশি ট্যাকশো দেয়, আমাগের কয়জনে দেয়? তামান পৃতিবীর ব্যবসায়ীরা রুযার সুমায় জিনুস পত্তরের দাম কুমায় দেয় রুযদারগের জন্যি। তারা মনে করে দাম কুমায় দিলি ইডাও এট্টা সুয়াব। আর আমাগের দেশের ব্যবসায়ী সারা বছর মাল সাইরে রাকে রুযায় বাড়ায় বেচপে বিলে। ঐ সব দেশের লোক নিজির দেশরে পাইট পরিস্কার কত্তি রাস্তায় ছ্যাপ পন্তিক ফেলে না, আর আমরা দিন দুপারে লোকের সুমকি রাস্তায় দাড়ায়ে ঝাইড়ে দিচ্চি।
তুলনা যকন কত্তি হবে তালি সবদিকিত্তে তুলনা করা উচিত। কিন্তুক তুলনাকারীর সবাইরে নিয়ে কতা কওয়ার সুমায় সুমানে গ্যাজায় যায় আর যকন বল নিজির কোটে পড়ে তকন ইস্টার চু। কি সব্বোরাশে কতা কওদিনি বাপু, আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝